• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বাড়ানোর দাবিতে মানবন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯  

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (সব পর্ব) কর্মরত যুবদের মেয়াদ বাড়ানোসহ ৭ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদফতর, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন করেন কর্মসূচির সদস্যরা।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- চাকরির মেয়াদ ও বেতন-ভাতা বৃদ্ধি করা, চিকিৎসা ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি বিল চালু, যোগ্যতা অনুযায়ী তৃতীয় শ্রেণির মর্যাদা প্রদান।

একই সঙ্গে যেসব কর্মীর মেয়াদ শেষ হচ্ছে তাদের পুনর্বহালসহ চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।

মানববন্ধনে সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় যুব নারী-পুরুষরা তিন মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী অস্থায়ী ভিত্তিতে মাসিক ৬ হাজার টাকা বেতনে কর্মরত আছেন। তারা সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে দৈনিক ৮ ঘণ্টা কাজ করছে। যার মেয়াদ শেষ হলে বেকার হতে হবে। এ জন্য তারা সরকারের নিকট ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ, মেয়াদ ও ভাতা বাড়ানোর দাবি জানান।

মানববন্ধন শেষে ৭ দফা দাবি বাস্তবায়নে অধিদফতরের বরাবর স্মারকলিপি প্রদান করেন ন্যাশনাল সার্ভিসের সদস্যরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা