• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নির্বাচন নিয়ে এ কী বার্তা দিলেন খালেদা !

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি নির্বাচন নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘নিজের ঘর যদি ঠিক না হয় তাহলে ভোটে জেতা যায় না।’ নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে অনেকটা হতাশার সুরে এমন মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

চিকিৎসকদের একটি টিম শুক্রবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা করতে যান। সেখানে নির্বাচন নিয়েও তার সঙ্গে কথা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিএনপির চেয়ারপারসন এই সিটি নির্বাচনের বিরুদ্ধে ছিলেন। তিনি এ ব্যাপারে বার্তাও দিয়েছিলেন, তার মুক্তি ছাড়া বিএনপি যেন কোন নির্বাচনে অংশগ্রহণ না করে। কিন্তু বেগম খালেদা জিয়ার এই নির্দেশকে উপেক্ষা করেই বিএনপি ভোটে গেছে এবং ঢাকা দুই সিটিতে দুজন তরুণ মেয়রপ্রার্থীকে মনোনয়ন দিয়েছে। 

নির্বাচনের আগের দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড সুগার এখন স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সূত্রে জানা গেছে। 

বেগম খালেদা জিয়া ভোট কবে তা জানতে চেয়েছেন এবং নিজেই স্বগোক্তির মতো করে বলেছেন, ভোট করে কি হবে! বিএনপি তো ভোটে জিতবে না। দুটি সিটিতেই আওয়ামী লীগ জিতবে। বেগম খালেদা জিয়ার এই বক্তব্যের পর চিকিৎসকরা অবশ্য কোন মন্তব্য করেননি। 

তবে বেগম খালেদা জিয়াকে একজন চিকিৎসক জানিয়েছেন, এবার ভোটে প্রচার প্রচারণা সমানতালে হয়েছে। উভয় দলই প্রায় সমানভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। চিকিৎসকের এই বক্তব্যের পর বেগম খালেদা জিয়া বলেছেন, খালেদা জিয়ার এই বক্তব্যের অর্থ কি তা অবশ্য চিকিৎসকরা বলতে পারেননি।
 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা