• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নিরপেক্ষ কোনও এক ভেন্যুতে এএফসি কাপ!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ জুন ২০২০  

এএফসি কাপে প্রথমবার খেলতে নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু ‘ই’ গ্রুপে তারা এক ম্যাচ খেলার পরই করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় প্রতিযোগিতাটি। নতুন করে কিভাবে খেলা শুরু করা যায়, তা নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনলাইনে আলোচনা করেছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে। সেখানে ছিল বসুন্ধরা কিংস ও বাফুফের প্রতিনিধি। শুক্রবারের এই আলোচনায় ইতিবাচক দিকই বেরিয়ে এসেছে।

করোনার কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এএফসি কাপের বাকি খেলাগুলো হতে পারে নিরপেক্ষ কোনও এক ভেন্যুতে। আর প্রতিযোগিতাটি ফের শুরু হতে পারে সেপ্টেম্বরে। একই সঙ্গে আলোচনা হয়েছে নতুন করে খেলার আগে খেলোয়াড়দের নিবন্ধনের সুযোগ দেওয়ার বিষয়েও।

সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘কিভাবে এএফসি কাপের বাকি ম্যাচগুলো আয়োজন করা যায় সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে গ্রুপ পর্ব শেষ করার বিষয়ে জোর দিয়েছে এএফসি। সেটা হতে পারে একটি ভেন্যুতে। অংশগ্রহণকারী কোনও দেশে খেলা হবে না। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।’

কথাটা শেষ করে তিনি আরও বললেন, ‘এছাড়া আগামী বছরের এএফসি কাপে কোন কোন ক্লাব খেলতে পারবে, সেই নিয়ম-কানুনে কিছুটা পরিবর্তন আসবে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে এএফসি কাপ নিয়ে এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা