• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নারী দিবসে ৪০জন নারীকে অর্থ সহায়তা প্রদান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্যের পূর্ন সমর্থন জানিয়ে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ২০২০ সকাল ১০ টায় শ্যামনগর লিডার্স এর প্রধান কার্যালয়ে খ্রিষ্টান এইড এর আর্থিক সহযোগিতায় ওয়েভিং লাইভ্স প্রকল্পের আওতায় ৪০জন নারীকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষনের মাধ্যমে আয় বৃদ্ধি মূলক কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক, লিডার্স, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবতোষ কুমার মন্ডল, চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান, মলিনা রানী রপ্তান, ইউপি সদস্য, শেহেলি পারভীন ঝর্ণা,লিডার্স কার্যনির্বাহী পরিষদের অফিস সম্পাদক, রনজিৎ বর্মন, সাংবাদিক, শিক্ষক ও লিডার্স কার্যনির্বাহী পরিষদের সদস্য।

খ্রিষ্টান এইডের আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ৮টি গ্রামে বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লিডার্স আপনাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি ব্যাতিক্রমি পদক্ষেপ গ্রহন করেছে। আপনারা যদি আত্মনির্ভরশীল হন তাহলে ভবিষ্যৎ এ নারী বৈষম্য দূর হবে। এই উদ্যোগকে কাজে লাগিয়ে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা