• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নাগরিক তথ্য সংগ্রহ উপলক্ষে ফরিদপুরে পুলিশের শোভাযাত্রা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

নাগরিক তথ্য নিবন্ধন করি, সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে নাগরিক তথ্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর কোতয়ালী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।শোভাযাত্রাটি শহরের মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে বলেন,বর্তমান সরকারের উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সুশাসন সুনিশ্চিতকরণ, জনদুর্ভোগ লাঘব এবং পুলিশ সেবা সর্বস্তরের মানুষের কাছে সহজ করতে নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রম  গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা