• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নববর্ষের শুরুতেই বন্ধ লাখো মানুষের হোয়াটসঅ্যাপ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

ইংরেজি নববর্ষে দুঃসংবাদ আসছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। লাখো মানুষ এই মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবে না। ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে কোম্পানিটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়না জানায়, সাধারণত পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের ফোন ব্যবহারকারীরাই এর ভুক্তভোগী হবেন।

যাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.০.৩-এর নিচে ও যাদের আইফোনে আইওএস ৯-এর নিচে অপারেটিং সিস্টেম আছে, তারা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

গত বছর এক ধরনের পদক্ষেপ নিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আইওএস ৮ ও অ্যান্ড্রয়েড ২.৩.৭ সংস্করণে ফেসবুক তাদের সমর্থন বন্ধ করে দিয়েছিল।

হোয়াটসঅ্যাপের সংযোগ চালু রাখতে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েডের আপডেট সংস্করণ ব্যবহার করতে হবে অথবা নতুন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস কিনতে হবে।

বর্তমানে বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। ইনস্ট্যান্ট মেসেজিং বাজারের ৪৪ শতাংশ এখন কোম্পানিটির দখলে। বাজারের ৩৫ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুক মালিকানাধীন মেসেঞ্জার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা