• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন জানুয়ারির মাঝামাঝিতে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

চার ধাপে পৌরসভার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে হবে।

রোববার সন্ধ্যায় ৭৩তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তিনি বলেন, প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। এরপরও ১৬৯টি পৌরসভার নির্বাচন বাকি থাকবে। এই ১৬৯টি পৌরসভার নির্বাচন আরো তিনটি ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, দ্বিতীয় ধাপের ভোট জানুয়ারির মাঝামাঝিতে, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে এবং চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।

তিনি বলেন, ইভিএমে সব কেন্দ্রে ভোট নেয়া সম্ভব হবে না। কারণ- প্রশিক্ষিত লোকের সংকট ও ইভিএমের সক্ষমতা না থাকা। এজন্য প্রত্যেকটা ধাপে প্রায় ৩০টি পৌরসভার নির্বাচন ইভিএমে করা হবে। বাকি যেগুলো থাকবে, সেগুলো ব্যালটের মাধ্যমে হবে।

মো. আলমগীর আরো বলেন, শীতের দিন হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফসিল এ সপ্তাহেই হতে পারে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা