• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দ্বিতীয় দফা লকডাউন: দু’দিনে তালায় ১২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

করোনা (কোভিড-১৯) ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কঠোর আইন নিয়ে মাঠে আছে তালা উপজেলা প্রশাসন। সাধারণ মানুষকে ঘরমুখি ও সমাজিক দূরত্ব বজায় রাখতে গত দু’দিনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার লকডাউন বাস্তবায়ন কমিটি উদ্যোগে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু কিছু ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পিছন দরজা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এই অভিযোগে ভিত্তিতে লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দু’দিনে তালা উপজেলায় ১২টি মামলা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা