• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশের সব শহীদ মিনারে নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা সম্পর্কিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘সারাদেশের সব শহীদ মিনার এবং সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি অগ্নিনির্বাপণের ব্যবস্থাও থাকবে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।’

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, ‘কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবং কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যে কোনও ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি গোয়েন্দা বাহিনীগুলোও তৎপর থাকবে। নাশকতার কোনও হুমকি নাই। তবে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ে তিনি বলেন, ‘বিচারের স্বার্থে মামলার জট কমাতে কিছু সংযোজন-বিয়োজনের প্রয়োজন ছিল। সেটিই করা হয়েছে মাত্র। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এখন মাত্র কেবিনেটে নীতিগত অনুমোদন হলো। আইন মন্ত্রণালয় থেকে এটি আবার কেবিনেটে আসবে, পরে সংসদে যাবে। সংসদ থেকে সংসদীয় কমিটিতে যাবে, আবার সংসদে আসবে। এরপর পাস হলে আইনের কার্যকারিতা শুরু হবে।’বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ সংখ্যক বন্দি অবস্থান করছে বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা