• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে করোনার লক্ষণ নিয়ে প্রথম চিকিৎসকের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ নিয়ে রাজধানীতে ফোরদৌস নামে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটর নিরুপম দাস। তিনি বলেন, ‘তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। বাড়িতেই চিকিৎসা চলছিল। আজ সকাল ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় পজিটিভ ফল এলে তিনিই হবেন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক।’

এদিকে, আজ রোববার দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪৩ জন নারী। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এই রোগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৪।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা