• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে আরো ১০টি ল্যাব স্থাপনের কাজ চলছে : স্বাস্থমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা পরীক্ষায় এপর্যন্ত ১৭ থেকে ১৮টি ল্যাব স্থাপন করা হয়েছে। আরো ১০টি ল্যাব স্থাপনের কাজ চলছে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারে দেশের বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের জিপগাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, যত বেশি করোনা টেস্ট করা হবে তত বেশি শনাক্ত করে সংক্রমণ রোধ করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে চিকিৎসকদের এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখ পিপিই বিতরণ করা হয়েছে।

এসময় চিকিৎসকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯৭টি জিপ বিতরণ করে মন্ত্রী বলেন, ব্যক্তিগত ব্যবহারে নয়, স্বাস্থ্যসেবার মান বাড়াতেই এসব গাড়ি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা