• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১  

শ্যামনগর উপজেলায় জেলার মডেল ক্লিনিক শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে মহান বিজয় দিবস’১৮ উদযাপন উপলক্ষে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ (১০ থেকে ১৬ ডিসেম্বর’১৮) পালিত হচ্ছে।

সেবা সপ্তাহ উপলক্ষে ক্লিনিকের আওতাভুক্ত সকল গর্ভবতী মায়েদের ওজন, উচ্চতা, রক্তচাপ, রক্তশুন্যতা নির্ণয় সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে গর্ভবতী মায়েদের ৫টি বিপদ চিহ্ন, প্রতিদিন বিভিন্ন ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, গর্ভাবস্থায় কমপক্ষে ৪ বার প্রসব পূর্ব সেবা গ্রহণ, রক্তের গ্রুপ পরীক্ষা করা, প্রতিদিন আয়রন, ভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া, ভারী কাজ থেকে বিরত থাকা, প্রতিদিন দিনে ২ ঘন্টা ও রাতে ৮ ঘন্টা বিশ্রাম নেওয়া, জন্মের পরপরই নবজাতককে শালদুধ খাওয়ানো সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে এবং সপ্তাহটি উপলক্ষে ক্লিনিকের আওতাভুক্ত ০-৫ বছর বয়সী শিশুদের পুষ্টির মাত্রা, বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা নির্ণয় করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার, স্বাস্থ্য সহকারী ছিদরাতুননেছা, পরিবার কল্যাণ সহকারী নাজমা পারভীন, ভূমিদাতা রাজেন্দ্র মন্ডলসহ ক্লিনিকে আগত রোগীরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা