• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় ৪ বাড়ি লকডাউন, ৩১ জনকে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী এ অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী। 

চলছে মাইকিং, করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ থেকে দেবহাটায় আসা চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব পরিবারের ২০ জন সদস্য বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। 

অকারণে মোটরসাইকেল নিয়ে বাইরে আড্ডা দেয়া ও ঘোরাফেরা করায় শ্যামনগরে ৪ জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুরূপভাবে কালিগঞ্জে দুজনকে দেড় হাজার টাকা,  আশাশুনিতে ৯ জনকে সাড়ে ৭ হাজার টাকা, তালায় ৭ জনকে ৩ হাজার ৮শ টাকা, কলারোয়ায় ৯ জনকে তিন হাজার দুশ’ টাকা জরিমানা করা হয়েছে। 

দূরত্ব মেনে চলতে জেলা প্রশাসনের নেতৃত্বে টহল অব্যাহত রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা