• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় রাফসান গ্রুপের পক্ষ থেকে ঈদ সমগ্রী বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ মে ২০২১  

জেলার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান রাফসান গ্রুপের পক্ষ থেকে ১৫০০ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে সকাল ১১টায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ্ব আবু হাসান, পরিচালক কবির হোসাইন ও রাফসান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ্ব রফিকুল ইসলাম উপস্থিত থেকে দুঃস্থ্যদের মাঝে ঈদ সমগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্জ্ব কাদের মহিউদ্দীন, ব্লিস ইন্টারন্যাশন্যাল অ্যাকাডেমির অধ্যক্ষ কুতরতউল্লাহ, ব্লিস ইন্টারন্যাশ ন্যাাশনাল অ্যকাডেমির হিফস বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ। ঈদসামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, ডাউল  ১কেজি, ছোলা-১ কেজি, লবন ৫শো, তেল ১ লিটার, সিমাই-১ কেজি, চিনি-১ কেজি, লাচ্চা ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, সাবান ১ পিস ও মুড়ি ৫শো। পর্যায় ক্রমে ১৫০০ পরিবার ৫দিন ধরে এই ঈদ সামগ্রী গ্রহন করবেন। ইতিমধ্যে দেবহাটা অসহায়, দুঃস্থ্য মানুষের তালিকা করে এ সামগী বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান প্রতিবেদককে বলেন, আমরা প্রতিবছর এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি, বিশেষ করে করোনায় অসহায় মানুষের একটু সহযোগীতা করার জন্য আমাদের এ উদ্যোগ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা