• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় দুই ছাগল চোর আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

দেবহাটার পারুলিয়া পশুহাট থেকে ফরিদ হোসেন (৩০) ও আবু মুছা (৩২) নামের দুই ছাগল চোরকে আটক করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পারুলিয়া পশুহাট থেকে দুটি ছাগল, মোটর সাইকেল, মোবাইল ফোন ও কিছু নগদ টাকাসহ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আটককৃত ফরিদ হোসেন কালীগঞ্জ উপজেলার কুশলিয়া কাজীপাড়া এলাকার রাশেদ গাজীর ছেলে এবং আবু মুছা শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের জবেদ পাড়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পশুহাট ইজারাদার কতৃপক্ষ জানায়, গত এক সপ্তাহ আগে সখিপুর গ্রামের হাফিজুল ইসলামের একটি খাসি ছাগল মোটর সাইকেলে করে চুরি করে নিয়ে পারুলিয়া পশুহাটে ছাগল ব্যবসায়ী সাতক্ষীরা সিটি কলেজ মোড়ের কামরুল ঢালীর ছেলে আলাউদ্দীন ঢালীর কাছে তিন হাজার দুই শত টাকায় বিক্রি করে ফরিদ হোসেন ও আবু মুছা। পরে ছাগলটির মালিক হাফিজুল পশুহাটে যেয়ে নিজের চুরি হওয়া ছাগলটি খুজে পেলেও, হাটের প্রচলিত নিয়ম মোতাবেক ক্রেতা আলাউদ্দীনের থেকে ছাগলটি ফেরত পাননি। এঘটনায় চুরি হওয়া ছাগলটি নিয়ে মালিক হাফিজুলের কাছে বেশ হেনস্থার শিকার হতে হয় ওই ছাগলের নতুন ক্রেতা আলাউদ্দীন ও ইজারাদার কতৃপক্ষের লোকজনকে। রবিবার আবারও দুটি ছাগল নিয়ে বিক্রির জন্য পশুহাটে গেলে ফরিদ হোসেন ও আবু মুছাকে আটকে ছাগলের মালিক হাফিজুলসহ দেবহাটা থানা পুলিশকে খবর দেয় ব্যবসায়ী আলাউদ্দীন ও ইজারাদার কতৃপক্ষ।

এসময় আটক দুই চোর ফরিদ হোসেন ও আবু মুছা ছাগল চুরি করে বিক্রির বিষয়টি অকপটে স্বীকার করে। পরে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুটি ছাগল, মোবাইল ফোন ও চুরিতে ব্যবহৃত মোটর সাইকেলসহ চোরদ্বয়কে আটক করে থানায় নিয়ে যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা