• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় খালের মাটি বিক্রির ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

দেবহাটার সাপমারা খালের মাটি প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইটভাটায় বিক্রির অপরাধে নুরে আলম (৩৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।অভিযুক্ত নুরে আলম কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিনের ছেলে।

দেবহাটার পারুলিয়া জলিল হ্যাচারীর পাশ থেকে অবৈধভাবে ট্রাকে করে সাপমারা খালের মাটি ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের ও উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান অভিযুক্ত নুরে আলমকে হাতেনাতে আটক করেন।

পরে নুরে আলমকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন মোবাইল কোর্টে ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারামতে সরকারী আদেশ ছাড়াই আইন অমান্য করে মাটি বিক্রির অপরাধে নুরে আলমকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা