• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় করোনা প্রতিরোধে সব গরুরহাট বন্ধের সিদ্ধান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা প্রানী সম্পদ অফিসের ভিএস তহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকার প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ইউএনও উপজেলার সকল গরুরহাট পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানান। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের করোনা মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের জন্য ২ জন কর্মকর্তা করে মোট ১০ জন কর্মকর্তাকে বিদেশ ফেরত ব্যক্তিদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করেন। পরে ইউএনও উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিং করেন এবং চিনেডাঙ্গা গ্রামে সুন্নতে খৎনা ও বৌভাতের অনুষ্ঠান বন্ধ ও সরকারের নির্দেশনা অমান্য করায় ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় ইউএনও সাজিয়া আফরীন, বর্তমান বৈশ্বিক সমস্যা করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ থাকার আহ্বান জানান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা