• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় করোনা প্রতিরোধে আলোচনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মে ২০২১  

দেবহাটা অনিকেত আলম ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় ভারত বাংলাদেশের সীমান্ত বর্তী ইছামতি নদীর কোল ঘেষা ভাতশালা গ্রামে “আমরা গড়ব বিশ্ব মানের ভাতশালা” এই লক্ষকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলমের সভাপতিত্বে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অথিতির ব্যক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজী, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা: নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা শিক্ষক আব্দুল হাই, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, অনিকেত আলম ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য আজমিরা, সেচ্ছাসেবক আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনা করেন অনিকেত আলম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবাদুল ইসলাম।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা