• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দুই মাসের অর্থ দিয়ে বন্যাদূর্গতদের পাশে দাঁড়ালেন জি.এম স্পর্শ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

দুই মাসের বেতনের অর্থ দিয়ে সাতক্ষীরায় বন্যাদূর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি.এম স্পর্শ। গতকাল থেকে নিজ বাড়িতে রান্না করা খাদ্য নিয়ে বন্যাদূর্গত আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পানিবন্দী তিনশত মানুষের মাঝে খাদ্য বিতরন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রশান্ত সরকার, প্রদীপ,ঠাকুর, অনিস, ডাঃ গোলক, সাগর, বাপ্পি, দিপ্তিময়, অভি, সুজন। জি.এম স্পর্শ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যার ও তার প্রশাসন।

পাশপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও কাজ করেছেন বন্যা কবলিত মানুষের জন্য। আমরা ও আজ থেকে শুরু করেছি। প্রতিদিন তিনশত মানুষের খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি। সবাইকে অনুরোধ করবো নিজ নিজ জায়গা থেকে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা