• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দিনে ৫০ লাখ করোনা টেস্ট করাতে চান ট্রাম্প

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

শিগগিরই যুক্তরাষ্ট্রে এক দিনে ৫০ লাখ মানুষ করোনা টেস্ট করাতে পারবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান।

এ নিয়ে ট্রাম্প বলেন, শিগগিরই আমরা এটি শুরু করবো। যুক্তরাষ্ট্রের কভিড ট্রাকিং প্রজেক্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত দুমাসে দেশটিতে প্রায় ৫৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। বলা হচ্ছে, এই বিপুল পরিমাণ টেস্ট করানোর জন্যই যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। জানা গেছে, এখন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসের টেস্ট করাতে পারছেন।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৫৯ হাজার ২৬৬ জন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা