• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দিনাজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দিনাজপুর জেলা শাখা কর্মবিরতি পালন করেছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন তারা।বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়েছে। 

এ সময় কালেক্টরেট সহকারী সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কমসূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে আমরা এই কর্মসূচি পালন করে আসছি। এই  কর্মসূচি সারাদেশে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পালন করা হবে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ না হলে আগামীতে কেন্দ্র থেকে বড় ধরনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা হতে পারে এবং সেই কর্মসূচিগুলো আমরা স্বতস্ফুর্তভাবে পালন করবো।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা