• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় রাতে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

সাতক্ষীরা তালা উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে নারকেল গাছের পাতার বিভিন্ন অংশে সাদা রংয়ের ছাপ দেখে তৃণমূলে নানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, অজানা ভাইরাস আবার কারো দাবি, প্রকৃতির অভিশাপের ফসল। কেউ কেউ বিষয়টিকে করোনার আগমনী বার্তা বলে অভিহিত করায় গোটা এলাকায় রীতিমত আতঙ্কক ছড়িয়ে পড়েছে। সনাতনীদের অনেকে আবার নারকেল গাছকে পূজা দেওয়া শুরু করেছেন।

এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ বলছে, শুধু তালা উপজেলায় নয় দেশের বিভিন্ন জায়গায় নারকেল গাছের পাতায় আকষ্মিক হোয়াইট ফ্লাই পোকা ও শূতিমূল ছত্রাকের আক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ইমিডা ক্লোরোপিড ও ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করলে পোকা ও ছত্রাক মরে যাবে।

উপজেলার তালা, ইসলাকাটি, খলিলনগর, মাগুরা, জালালপুর, খেশরা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, নারকেল গাছের পাতার ওপর কালো আবরণ পড়েছে। শূতিমূল নামের এক ধরনের ছত্রাকের কারণে পাতা এ রকম কালো হয়ে যায়। তবে অধিকাংশ পাতার নিচে রয়েছে তুলার মতো সাদা রঙের ছোট-বড় ছাপ। মূলত সাদা রঙের এই পোকাগুলোই হোয়াইট ফ্লাই।

কৃষি অফিস বলছে, পোকাগুলো প্রথমে পাতার ওপর বসে। পরে পাতায় মাকড়সার জালের মতো আবরণ তৈরি করে। প্রতিদিন এর পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ধীরে ধীরে ওই গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। গাছের ফল দেওয়ার ক্ষমতা নষ্ট হতে থাকে। দীর্ঘ সময় ধরে কোনো গাছে এ পোকার আক্রমণ অব্যাহত থাকলে গাছটি মারা যেতে পারে।

উপজেলার হাজরাকাটি পলাশ নামে একজন বলেন, আমার বাড়িতে যতগুলো নারকেল গাছ আছে সবগুলোর পাতা সাদা হয়ে গেছে। আগে কখনো এমন ভাবে পাতা সাদা হতে দেখিনি।

নারকেল গাছের পাতা সাদা হওয়ার ব্যাপারে এলাকার বয়োবৃদ্ধারা বলেছেন, শেষ জামানা এসে গেছে। এটি কিয়ামতের আলামত। কেউ কেউ বলছে পৃথিবীর ওপর আল্লাহর গজব শুরু হয়েছে।

এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্যা আল-মামুন জানান, এটি একটি কীটের আক্রমণ। তুলার মতো সাদা রঙের হোয়াইট ফ্লাই’ নামে এক ধরনের পোকার আক্রমণে এমনটি হচ্ছে। 

তবে এতে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি কৃষকদেরকে অনুরোধ জানিয়ে বলেন, ইমিডা ক্লোরোপিড গ্রুপের বিভিন্ন কীটনাশকের সাথে ডিটারজেন্ট মিশিয়ে গাছে নিয়মিত স্প্রে করলে এ রোগ ভাল হয়ে যায়। তবে দীর্ঘ দিনেও এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আক্রান্ত গাছগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে এক সময় মারা যেতে পারে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা