• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাবির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির নামাপাড়া এলাকায় নিজ বাসায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের এই শিক্ষার্থী। সেখানে থাকাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। রবিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী নিজেই গণমাধ্যমকে তার আক্রান্ত হওয়ার কথা জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার করোনার উপসর্গ (হাঁচি, কাশি, পাতলা পায়খানা) নিয়ে তিনি হাসপাতালে টেস্ট করাতে যান। বুধবার ডাক্তার তাকে জানান, তিনি করোনা পজেটিভ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশন রয়েছেন। বর্তমানে তার বাসাসহ আশপাশের এলাকা লকডাউন অবস্থায় রয়েছে। বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এ ধরনের একটি তথ্য আমরা পেয়েছি। আমরা ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আমাদের যা করণীয় আমরা তাই করব।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা