• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাবি পড়ুয়া কলারোয়ার ছেলে তৈমুরের বই বের হচ্ছে বইমেলায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে মেধাবী ছাত্র, কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের কৃতি সন্তান তৈমুর রহমান মৃধার প্রথম বই বের হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ । বইয়ের নাম ‘অন্তিম অভিমান’ । বইটি স্বনামধন্য প্রকাশনী ‘বাংলার প্রকাশন’ থেকে প্রকাশিত হচ্ছে । বইটির প্রচ্ছদ করেছেন ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী শওকত শাওন এবং বইটির ভূমিকা লিখেছন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি সাদমান সাকিল। মেলার ১ম দিন থেকেই বইমেলায় পাওয়া যাবে বইটি।এছাড়া অনলাইনে রকমারির মাধ্যমে ঘরে বসেও পাওয়া যাবে বইটি ।

প্রথম বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে তৈমুর বলেন, ” বলতে গেলে ছোটবেলা থেকেই বইপোকা ছিলাম। কোন বই হাতে এলেই সানন্দে পড়ে ফেলতাম। সেখান থেকে স্বপ্ন জাগে নিজেও একদিন বইয়ের স্রষ্টা হব! অনেক জল্পনা কল্পনার পর ‘অন্তিম অভিমান’ দিয়েই সূত্রপাত হল। প্রতিটিক্ষণ যেন আনন্দমুখর উৎসবে কাটছে”।তার লেখা বই প্রসঙ্গে জানতে চাইলে তৈমুর বলেন,” ‘অন্তিম অভিমান’ বইটি মোট দশটি গল্পের সংকলন। তবে নামগল্প হল ‘অন্তিম অভিমান’ যেটি আমার ব্যক্তিগতভাবে প্রিয় হয়ে উঠেছে। কারণ গল্পটি আমার জীবন-অভিজ্ঞতা থেকেই উৎসারিত। এছাড়া আরোকিছু গল্প রয়েছে যার কোন কোনটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি সমাজের রূঢ় বাস্তবতা। কোনটির মাধ্যমে মুক্তিযুদ্ধের শিহরণ জাগানো পরিস্থিতি। আবার কোনটির মাধ্যমে তো বিপ্লব ঘটিয়েছিকল্পবিজ্ঞানে! বইটি পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। সবাইকে বইটি পড়ার অনুরোধ। আশাকরি, পাঠকরা পছন্দ করবেন। ”পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি তৈমুর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তৈমুর।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা