• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন লি জ্যাং কেয়ান। তিনি সোমবার (৬ জুলাই) ঢাকায় আসবেন। রোববার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক লি জ্যাং কেয়ান জেনেভায় জাতিসংঘে স্থায়ী মিশনে কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি অস্ট্রিয়া, হাঙ্গেরি, মরোক্কো ও নিউইয়র্কের জাতিসংঘের কোরিয়া মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং ইলের স্থলাভিষিক্ত হচ্ছেন লি জ্যাং কেয়ান।

জানা যায়, ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৫ সালের মার্চ মাসে ঢাকায় কোরিয়ার আবাসিক দূতাবাসের প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দেশটির ১৭ জন রাষ্ট্রদূত এ দেশে দায়িত্ব পালন করেছেন। লি জ্যাং কেয়ান ১৮তম রাষ্ট্রদূত।

ঢাকায় কোরিয়ার দূতাবাস জানায়, গত চার দশকে দুই দেশ ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ক জোরদার করেছে। দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ গত বছর প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং প্রায় ১৫০টি কোরিয়ান সংস্থা এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) অধীনে ১০ হাজারের বেশি বাংলাদেশি কোরিয়ায় কাজ করছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা