• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জুন মাসে প্রায় ৩৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৩৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৩১ বোতল ফেনসিডিল, তিন হাজার ৮২৫ বোতল বিদেশি মদ, ৩৬০ ক্যান বিয়ার, এক হাজার ৪১৬ কেজি গাঁজা, এককেজি ২১০ গ্রাম হেরোইন, নয় হাজার ১২৫টি উত্তেজক ইনজেকশন, দুই হাজার ২৮৫টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং এক লাখ ৩৬, হাজার ৬০০টি অন্যান্য ট্যাবলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ, ৩৯ কেজি ৬২০ গ্রাম রুপা, তিন হাজার একটি ইমিটেশনের গহনা, ২৫ হাজার ৯৬৫টি কসমেটিক্স সামগ্রী, ৬২৭টি শাড়ি, ৪২৭টি থ্রিপিস বা শার্টপিস, ৭০টি তৈরি পোশাক, একটি কষ্টি পাথরের মূর্তি এক হাজার ২৬০ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৬৮৭ কেজি চা পাতা, চারটি ট্রাক, তিনটি পিকআপ, ১০টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৭টি মোটর সাইকেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বন্দুক, একটি এলজি এবং তিন রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা