• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লকডাউন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশে ‘লকডাউন’ চলছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসবাসীদের বাসার বাইরে বের না হওয়ার জন্হয অনুরোধ করা হলো। একইসঙ্গে সকাল ও বিকালের হাঁটাহাঁটির জন্যও কেউ যেন বাইরে বের না হন সেজন্য অনুরোধ করা হলো। এছাড়া বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে কোনো অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নিয়েছে এ বিশ্ববিদ্যালয়।

গত ১৮ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা এবং ২২ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ধরণের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা