• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সেরা হয়েছে আলমডাঙ্গা কলাকেন্দ্র। এ কেন্দ্রের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থানসহ ছয়টি পুরস্কার অর্জন করে। ইসলামিক ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। ১৫ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হামদ-নাত ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে এশা ও দ্বিতীয় স্থান অধিকার করে সিনথিয়া। একই বিষয়ে ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে অর্পিতা রানী পাল। কবিতা আবৃত্তিতে ‘ক’ বিভাগে দ্বিতীয় হয় সিনথিয়া। একই বিষয়ে ‘খ’ বিভাগে অর্পিতা রানী পাল দ্বিতীয় হয়। এছাড়া অর্পিতা রানী পাল ইসলামি জ্ঞান জিজ্ঞাসায়ও দ্বিতীয় স্থান অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার ডিডি রবিউল ইসলাম।
এর আগেও এ কেন্দ্রের শিক্ষার্থীরা একাধিকবার জাতীয় পর্যায়ে আয়োজিত শিক্ষাসপ্তাহ, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। আলমডাঙ্গা কলাকেন্দ্র ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এ কেন্দ্রে স্থানীয় শিশুরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ সংস্কৃতির নানা বিষয়ে বিনাবেতনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে। কেন্দ্রের সভাপতি ইকলাব হোসেন বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। সে পরিবর্তনের লক্ষ্যেই আমরা এ কেন্দ্রের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করছি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন বোনার চেষ্টাও করছি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা