• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জমে উঠেছে নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

শেষ মুহূর্তে জমে উঠেছে নড়াইল আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। আগামী ৩১ জানুয়ারি বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালত চত্বর এখন নির্বাচনী প্রচারণায় মুখরিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আইনজীবী ভোটারদের কাছে ভোট ও দোয়া-আশির্বাদ চাচ্ছেন। এবারের মোট ভোটার সংখ্যা ১১০ জন।

আইনজীবী সমিতির অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী এবং সহ-সভাপতি পদে এডভোকেট সঞ্জীব কুমার বসু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হলেন : এডভোকেট মো. নূর মোহাম্মদ, এডভোকেট বনমালী মিত্র, এডভোকেট উত্তম কুমার ঘোষ ও এডভোকেট মো. নাজমুল ইসলাম লিটন।সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মাহমুদুল হাসান কায়েস ও এডভোকেট শোভন বাগচী, গ্রন্থাগার সম্পাদক পদে এডভোকেট খন্দকার আলিউল মাসুদ কোটন ও এডভোকেট তীর্থ কুন্ডু, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে এডভোকেট এমএম আলাউদ্দিন ও এডভোকেট ইসরাফিল খবীর রাজু এবং সদস্য পদে এডভোকেট রাজু আহম্মেদ রাজীব, এডভোকেট টুটুল শিকদার, এডভোকেট লাভলী আক্তার,এডভোকেট মিশকাতুর রহমান সজীব, এডভোকেট সুনীল কুমার বিশ্বাস, এডভোকেট অশোক কুমার মিত্র, এডভোকেট তুষার কান্তি সরকার ও এডভোকেট অনুপম কুমার ঘোষ প্রতিদ্বন্দ্বীতা করছেন।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম নবী ও সাধারণ সম্পাদক এডভোকেট পরিতোষ কুমার বাগচী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা