• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জনসচেতনতায় সেনাসদস্যদের নিয়ে মাঠে নামলেন সাতক্ষীরার ডিসি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছেন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে খাদ্য সহায়তা।

সাতক্ষীরায় সাধারণ মানুষদের জনসমাগম এড়িয়ে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এ পরিস্থিতিতে মঙ্গলবার  (৩১ মার্চ ) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ জেলার মানুষ যাতে অযথা ঘরের বাইরে ঘোরাফেরা না করেন এজন্য জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিজেই শহরের বিভিন্ন সড়কে মাইকিং করেন। 
এ সময় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। এছাড়া রাতে খেটে খাওয়া দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।



 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা