• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চৌগাছায় বুক জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

যশোরের চৌগাছায় বুক জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) যশোর শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে এই যুগল শিশুর জন্ম হয়। তাদের মাথা, হাত, পা আলাদা থাকলেও বুক একটাই। শিশুদ্বয়ের বাবা উজ্জ্বল হোসেন এ তথ্য জানান। 

যমজ শিশুর জন্ম দিয়েছেন খুরশিদা বেগম (২৮) নামে এক মা। তিনি উপজেলার তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। মা ও শিশুদ্বয় সুস্থ আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘বাচ্চা দুটির একটি ফুসফুস। এমন শিশুদের আলাদা করার ব্যবস্থা বাংলাদেশে নেই। পৃথিবীর অন্য দেশেও রেয়ার। শুনেছি, একটি শিশু মাযের বুকের দুধ খাচ্ছে। আমি তাকে সপ্তাহখানেক পর এসে দেখা করতে বলেছি।’

উজ্জ্বল হোসেন আরও জানান, তাদের দশ বছরের আরও একটি মেয়ে আছে। মেয়ের মা বাবার বাড়ি উপজেলার মশিয়ুরনগর গ্রামে অবস্থান করছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা