• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চুলের সব সমস্যার সমাধানে আদার ব্যবহার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জুন ২০২০  

চুল পড়ে যাওয়া বা নিস্তেজ হয়ে পড়া খুবই সাধারণ সমস্যা। তবে এর সমাধান মেলে না সহজে। আর খাবার দাবারের অনিয়ম, পরিবেশের দূষণ, কেমিকেল পণ্য ব্যবহারে চুলের আরো ক্ষতি হয়। 

এজন্য নিশ্চয় কতো কিছুই না চুলে ব্যবহার করেছেন! বাজারের কেমিকেল পণ্য আপনার চুলকে করে তোলে আরো নিষ্প্রাণ। তবে জানেন কি? রান্নাঘরের একটি জিনিসই আপনার চুলের সব সমস্যার সমাধান।  

চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে আদায়। আদা ব্যবহারে আপনার চুলের খুশকি দূর হবে, চুল মজবুত ও উজ্জ্বল হয়ে উঠবে। জেনে নিন আদার স্প্রে তৈরির পদ্ধতি- 

এজন্য তাজা আদার রস এবং নারকেল তেল সমপরিমাণ নিয়ে নিন। দুটি ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। রাতে আপনার চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন। পরেরদিন শুধু পানি দিয়ে চুল ধুয়ে নিন। এক দিন পর শ্যাম্পু করুন। এভাবে এক দিন পরপর এটি চুলে ব্যবহার করুন। 

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা