• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চিরতরে খুশকি দূর করার শ্যাম্পু তৈরি করুন ঘরেই

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

খুশকি খুবই বিরক্তিকর একটি সমস্যা। যা একবার আক্রমণ করলে সহজে যেতে চায় না। যদিও বাজারে খুশকি দূর করা বিভিন্ন শ্যাম্পু রয়েছে। তবে তা সব সময় ভালো ফলাফল দেখায় না।

তাই খুশকি দূর করতে নিজেই ঘরে বসে বানিয়ে নিন খুশকি-রোধক শ্যাম্পু! আর এই খুশকি-রোধক শ্যাম্পু বানিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে টাইমস নিউজ নেটওয়ার্ক (টিএনএন)। চলুন জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন এই শ্যাম্পু-

যা যা লাগবে

বেকিং পাউডার দুই টেবিল চামচ, গরম পানি এক কাপ, ভিনেগার এক টেবিল চামচ, পুদিনার রস দুই টেবিল চামচ।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রয়োজনীয় সব উপাদান হাতের নাগালে রেখে প্রথমে তাজা পুদিনার পাতা ছেঁচে পরিমাণ মতো রস বানিয়ে ফেলুন। এবার পরিষ্কার একটা পাত্রে বেকিং পাউডার এবং গরম পানি ভালো করে মিশিয়ে নিন। এরপর মেশান ভিনেগার।

পুদিনা পাতার রস ভালো করে ছেঁকে ঘন ভারী অংশটা পরিমাণ মতো মিশিয়ে নিন। সবকিছু মেশানো হলে কিছুক্ষণ ভালো করে নাড়ুন। তারপর গোসলের সময় তা ব্যবহার করুন। ঘরে বানানো এই খুশকি-রোধক শ্যাম্পু সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এভাবে টানা মাস খানেক ব্যবহার করে দেখুন। উপকার মিলবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা