• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চায়ের দোকান ও রেস্তোরায় অনটাইম গ্লাস ও থালা ব্যবহারের দাবী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

আশাশুনি উপজেলার বিভিন্ন চায়ের দোকানের কাপ ও রেস্তোরায় একই থালা ও গ্লাস প্রতিবার ব্যবহার করায় করোনা ভাইরাস (কোভিড ১৯) ছড়ানোর আশংকা করছেন সচেতন মহল। সরেজমিন ঘূরে দেখা গেছে, উপজেলা সদরের কয়েকটি চায়ের দোকান করোনা ভাইরাস সচেতনতা মেনে অনটাইম চায়ের কাপ ব্যবহার করছেন। কিন্তু উপজেলার অধিকাংশ বাজার ও মোড়ে চায়ের দোকানীরা ব্যবহার করছেন একই চায়ের কাপ। চায়ের দোকানের ব্যবহৃত কাপগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে আবারও অন্য ক্রেতার হাতে তুলে দিচ্ছেন আরেক কাপ চা। অন্যদিকে হোটেল রেস্তোরা গুলোতে থালা ও গ্লাস কোন রকম ধুয়েই তাতে পরিবেশন করছেন খাবার এবং পানি। কোন ক্রেতা কোথা থেকে এসেছে তা জানার কোন প্রয়োজনই পড়ছে না তাদের। অডার পেলেই চা বা রেস্তোরার খাবার একই পাত্রে পৌঁছে যাচ্ছে ক্রেতার টেবিলে। এভাবে অসাবধানতার সাথে চায়ের দোকান ও হোটেল রেস্তোরায় খাবার পরিবেশন চলতে থাকলে যে কোন মুহুত্বে এ রোগে আক্রান্ত হতে পারে যে কেউ। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সকল চায়ের দোকান ও হোটেল রেস্টুরেন্টে অনটাইম প্লেট-গ্লাস ও চায়ের দোকানে অনটাইম কাপ ব্যবহারের নির্দেশনা দিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা