• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঘরে বসেই ঘুরে আসুন বিশ্বের বিখ্যাত পাঁচ যাদুঘরে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

লকডাউনে ঘরবন্দি বলে বেড়াতে যেতে পারছেন না? জাদুঘর দেখতে পারছেন না? অনলাইনে দেখে নিন বিশ্বের অন্যতম সেরা পাঁচটি জাদুঘর।

ল্যুভর

প্যারিসের এই জাদুঘর চেনেন না এমন শিল্পানুরাগী মানুষ খুব কম আছে৷ লিওনার্দো দা ভিঞ্চি, দনাতেলো, মিকেলেঞ্জেলোসহ অনেক বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম দেখা যাবে ল্যুভরের ওয়েবসাইটে ঢুঁ মারলে৷ গত মার্চ থেকে অনলাইনে ল্যুভর দেখা অনেক বেড়ে গেছে৷ প্রতিদিন গড়ে এক লাখ মানুষ দেখছেন এই জাদুঘর৷

মিউজিয়াম অফ দ্য আর্থ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন করোনা ভাইরাসের আক্রমনে ধুঁকছে৷ তাই বলে ইথাকার মিউজিয়াম অব দ্য আর্থ অনলাইনে দেখতে কোনো সমস্যা নেই৷ গিয়ে দেখলে সাড়ে চারশ’ কোটি বছরের সৃষ্টির ইতিহাস দেখা যায় সেখানে৷ অনলাইনে এতটা দেখা না গেলেও লকডাউনের কষ্ট ভোলা যাবে অনায়াসে৷ আল্ট্রা-হাই রেজোলুশনের ছবিতে সত্যিই জীবন্ত মনে হয় সবকিছু!

দ্য ব্রিটিশ মিউজিয়াম

লন্ডনের এই মিউজিয়াম খুলতে দেরি আছে৷ তবে অনলাইনে বিশাল এই জাদুঘরের কিছু অংশ ঘরে বসে দেখা যেতেই পারে৷ ওয়েব গ্রাফিক লাইব্রেরির সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় সময়ের সিঁড়ি বেয়ে বেয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির রাজ্য ঘুরে দেখতে ভালো লাগবে নিশ্চিত৷

স্টেট মিউজিয়াম অফ বার্লিন

বার্লিনের স্টাটলিশে মুজিয়ুম সু বার্লিন, অর্থাৎ, বার্লিনের স্টেট মিউজিয়াম অনলাইনে ভিজিট করলেও শিল্পপিপাসু মন মুগ্ধ হবে৷ ১৫ই মার্চ করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে বাঁচাতে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর জাদুঘর কর্তৃপক্ষ অনলাইনের দর্শকদের জন্য বিশেষ কিছু প্রদর্শনীর আয়োজন করেছে৷ গুগল আর্ট অ্যান্ড কালচারের সহায়তায় সে যে কত বড় আয়োজন না দেখলে বোঝা যাবে না৷

ভ্যান গগ মিউজিয়াম

আমস্টারডামে ডাচ মায়েস্ত্রো ভিনসেন্ট ভ্যান গগের ( প্রকৃত উচ্চারণ ভিসেন্তে ফন গখ) এই জাদুঘরে সব সময় দর্শনার্থীর ভীড় থাকে৷ করোনার কারণে এই জাদুঘরও এখন বন্ধ৷ তবে জাদুঘর কর্তৃপক্ষ জানাচ্ছে, অনলাইনে প্রতিদিন ভ্যান গগের জীবন এবং শিল্পকর্ম দেখার সুযোগ নিচ্ছেন কয়েক লাখ মানুষ৷ সূত্র: ডয়চে ভেলে

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা