• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

গাভী পালন ও কৃষিতে ৪ বার জাতীয় পুরষ্কার পেলেন তালার দিবস ঘোষ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

গাভী পালন ও কৃষিতে চারবার জাতীয় পুরষ্কার পেলেন দিবস ঘোষ। সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা ঘোষপাড়ার জ্ঞানেন্দ্র নাথ ঘোষের ছেলে। শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম এবং মিল্ক ইউনিয়নের সভাপতি নাদির হোসেন লিপু প্রমুখ।

দিবস ঘোষ জাতীয় সমবায় পুরস্কার হিসেবে ২০০৮, ২০১১ ও ২০১৯ সালে স্বর্ণ পদক পান। এছাড়া ২০১০ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া তিনি শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার (মিল্ক ইউনিয়ন)-২০০৯, জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার (মিল্ক ইউনিয়ন)-২০১০, বিভাগ ভিত্তিক শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার-২০১০, প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় সমবায় সম্মাননা পুরস্কার ২০১১, সাতক্ষীরা সাতক্ষীরা বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী পুরস্কার-২০০৬ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত এছাড়াও তালা উপজেলা পর্যায়ে ২০১৭ পর্যন্ত প্রতি বছর শ্রেষ্ঠ সমবায় পুরস্কার প্রাপ্ত হন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা