• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খুলনা জেলা লকড ডাউন ঘোষণা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

খুলনা জেলাকে লকড ডাউন (অবরুদ্ধ)  ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। আজ বুধবার (০৮ই এপ্রিল) রাতে খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।  তিনি বলেন, খুলনা জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না ও খুলনা জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না।  দেশে ধীরে ধীরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা জেলা ও মহানগরকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল কেএমপির পক্ষ থেকে খুলনা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে সারা দেশের তুলনায় খুলনায় সার্বিক করোনা পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা