• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খাগড়াছড়িতে হামের টিকা চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে হামরোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দুর্গত এলাকায় হামের টিকা কর্মসূচি চালু ও শিশুদের পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দেন। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সজাগ থাকার পাশাপাশি গত-দরিদ্রদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, সদর জোন কমান্ডার জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র, পুলিশ সুপার আব্দুল আজিজ ও সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ উপস্থিত ছিলেন।

সম্প্রতি খাগড়াছড়ির কয়েকটি পাহাড়ি গ্রামে হামরোগ ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুসহ শতাধিক আক্রান্ত হয়। সেনাবাহিনীর সহযোগিতায় আক্রান্তদের উদ্বার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ও দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা