• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে সুশীলনের উদ্যোগে ৪০০ দরিদ্র পরিবারকে ত্রাণ বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ মে ২০২১  

সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ও করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৪০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

সোমবার (১০ মে) সকালে কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় রিজার্ভ তহবিল থেকে সংস্থার উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

  এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্ট্রাল ম্যানেজার মহাসেন আলম, অভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ, শোয়েব আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ৪০০ পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি, বুট, চিড়া, লবণ, সেমাই, সাবান, মুড়ি ও মাস্ক বিতরণ করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা