• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে মোবাইল চোর আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দুপুরে এক মোবাইল চোর আটক হয়েছে। আটক মোবাইল চোরের নাম নূর মোহাম্মদ (৫৫)। সে কয়রা উপজেলার বেতকাশী গ্রামের মৃত সৈয়দ আলী সরদার এর পুত্র বলে জানায়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচালিত উক্ত হাসপাতালের ব্যবস্থাপক শামীম হাসান জানান- হাসপাতালের জেনারেল মহিলা ওয়ার্ডে আনোয়ারা নামক এক রোগী ভর্তি ছিল। দুপুরে আনোয়ারা তার বেডে শোয়া অবস্থায় সাথে থাকা আত্মীয় হঠাৎ ওয়াশ রুমে যায়। এরইমধ্যে আস্তে দরজা ঠেলে মহিলা ওয়ার্ডে প্রবেশ করে নূর মোহাম্মদ বেডে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে পালিয়ে যেতে থাকে। ওয়াশ রুম থেকে রোগীর সহকারী মহিলা বেরিয়ে দেখতে পান বেডে তার দামী মোবাইলটি নেই এবং কে যেন রুম থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে মোবাইল মালিক চিৎকার করলে রিসিফশনের কাছে থাকা স্টাফ ফারুক বিষয়টি বুঝে মোবাইল চোরকে উল্টা তাড়া করলে সে দ্রুত বেডে মোবাইল রেখে পালাতে যায় এবং হাতে নাতে ধরা পড়ে। সেখানে কিছুটা ধোলাই দিয়ে চোরকে মিশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন হাসাপাতাল কর্তৃপক্ষ। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের জেনারেল স্টোরে রেখে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকনের তত্ত্বাবধানে স্থানীয় নেতৃবৃন্দ বিকালে চোরকে কিছু মারধর দেয়ার অনেক পর সে উক্ত পরিচয়ের কথা স্বীকার করে। কিন্তু মোবাইল চোরের উক্ত ঠিকানা সঠিক কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।

তবে আসন্ন ৯, ১০, ১১ ফেব্রুয়ারি এবং ২৬, ২৭, ২৮ মাঘ রবি, সোম ও মঙ্গলবার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলছে জোর প্রস্তুতি। সেখানে কয়েকদিন ব্যাপি অন্যান্য সময়ের ন্যায় স্থানীয় সহ দেশ-বিদেশ হতে লক্ষাধিক লোক সমাগম ঘটে থাকে। তাই উক্ত সময়ে সুযোগ সন্ধানী চোর, ছিন্তাইকারী, ইভটিজার, মাদকসেবী সহ নানা অপরাধ চক্রের হাত থেকে রক্ষা পেতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করলেও আগত সকলকে সতর্ক থাকতে অগ্রিম আহবান জানিয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা