• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে নারী কৃষকদের স্বাধীন প্রতীকী বাজারের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ‘খাদ্য লড়াইয়ে নারীর অবদান’ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে নারী কৃষকদের স্বাধীন প্রতীকী বাজারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ এবং ব্রেথ ফর দ্যা ওয়াল্ডের সহযোগিতায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা ইকোপার্কে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাজারের উদ্বোধন করেন।

বিন্দু’র সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, নিউ নাইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুফিয়ান সজল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

প্রসঙ্গত: বিন্দু একটি নারীবাদী সংগঠন। যারা নারীর মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা, টেকসই উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা