• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে কোভিড ও দুর্যোগকালীন সচেতনতা বিষয়ক কর্মশালা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ মে ২০২১  

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা বুধবার (১৯ মে) কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে, ক্রিশ্চিয়ান এইড’র আর্থিক সহযোগিতায় ও বেসরকারি সংস্থা মহিলা মিশন উন্নয়ন সংস্থা’র আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি’র চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্যাহ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রাণী ঘোষ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলাম বাবলু, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা পারভীন লাকী, ক্রিশ্চিয়ান এইড’র প্রতিনিধি ছন্দা রাণী প্রমুখ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র নিবর্হী পরিচালক জান্নাতুল মাওয়া, প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, সুশাসনের জন্য নাগরিক সুজন’র অ্যাম্বাসেডর ও মৌতলা ইউপি’র মেম্বার মাহফুজা খাতুন প্রমুখ। মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছকিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় নারী উন্নয়ন সংগঠন ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোভিড-১৯ মহামারি মোকাবেলা, ঘূর্ণিঝড়সহ যেকোন প্রাকৃতি দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা