• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জ সড়কে প্রাণহীন বৃক্ষ, কুলিয়া, পারুলিয়া এলাকা বিপদজনক পরিস

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ জুন ২০২১  

সাতক্ষীরার কালিগঞ্জ সড়কের বিভিন্ন এলাকায় প্রাণহীন, শুকনো, হেলেপড়া গাছ জনসাধারনের জীবনের জন্য হুমকি কারন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ দিন যাবৎ দেবহাটার কুলিয়া, সেকেন্দ্রা, পুষ্পকাঠি, পারুলিয়া, গাজীর হাট সহ বিভিন্ন এলাকার সড়কের পাশে প্রাণহীন বৃক্ষ হেলে দুলে, বেঁকে দাঁড়িয়ে আছে। যে কোন সময়ে গাছ এবং ডালপালা ভেঙ্গে পড়তে পারে আর এ জন্য জীবনহানী ঘটতে পারে পথচারী, যানবাহন যাত্রী, চালক সহ সড়কে চলাচল কারীদের। বিশালাকৃতির শতবর্ষী বৃক্ষ ও আছে হেলে পড়াদের মধ্যে। প্রত্যক্ষদর্শী এবং পথচারীরা জানান প্রায় সময় ডাললার অংশ বিশেষ সড়কে ভেঙ্গে পড়ে, কোন কোন সময়ে শুকনো ডালপালা বিদ্যুতের তারের সাথে সংঘর্ষে জ্বলতে, এমন দৃশ্যও দৃশ্যমান। জনসাধারনের জীবনের নিরাপত্তা নির্বিঘেœ সড়কে চলাচল নিশ্চিত করতে অবিলম্বে ‘প্রাণহীন বৃক্ষ অপসারন জরুরী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা