• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলেজছাত্রীর আত্মস্বীকৃত খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

স্নাতক তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী শামছুন্নাহারের আত্মস্বীকৃত খুনি জামিলের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপাধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক আব্দুল হাই আলহাদী, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন সাগর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২ মার্চ রাতে ঢাকার আশুলিয়ায় ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় স্বামী জামিল মিয়ার হাতে খুন হন কলেজছাত্রী শামছুন্নাহার। ঘটনার রাতেই জামিল মিয়া নিজেই আশুলিয়া থানায় গিয়ে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তাকে আসামী করা হয়। বক্তারা এ ঘটনাকে বর্বরোচিত ঘটনা উল্লেখ করে আত্মস্বীকৃত খুনি জামিল মিয়ার ফাঁসির দাবি জানান। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ, নিহত ছাত্রী শামছুন্নাহার জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মো. আব্দুস ছালামের মেয়ে। বছর দুয়েক আগে একই উপজেলার বাঘাডোবা গ্রামের মো. শাহ জাহানের ছেলে জামিল মিয়ার (৩০) সাথে বিয়ে হয় শামছুন্নাহারের। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। দুই মাস আগে তারা ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা