• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনায় হাত ধুচ্ছে বন্যপ্রাণীরাও !

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে বার বার ভাল করে হাত ধুতে হবে । এ নিয়ে পুরো বিশ্বে চলছে তুমুল প্রচারণা। আর এর প্রভাব পড়তে শুরু করেছে বন্য পশুপ্রাণীদের ওপরেও। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আপনাকেও হাত ধুতে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহী করতে পারে।

‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামে একটি ফেসবুক পেজে গত মঙ্গলবার (১৮ মার্চ) একটি ভিডিও আপলোড দেয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিন জন বনকর্মীর সঙ্গে বসে জলাধারের পাশে হাত ধুয়ে নিচ্ছে একটি উল্লুক। তবে এই ভিডিওটি কবে নাগাদ রেকর্ড হয়েছে তা জানা যায়নি। তবে করোনা সচেতনতায় এটি পোস্ট করা হয়েছে বলে ভিডিওটিতে লেখা হয়েছে।

এমনই আরেকটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান। তিনি বেজীর মতো একটি প্রাণীর ভিডিও পোস্ট করেছেন, সেটি একটি প্লাস্টিকের গামলায় বেশ কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে। পারভীনও পোস্টের সঙ্গে ‘#করোনাভাইরাস’ জুড়ে দিয়েছেন।

পারভীনের ভিডিওর কমেন্ট বক্সে আবার আরেকজন একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি গিরগিটি কলের পানিতে হাত ধুয়ে যাচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা