• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

সারাদেশে এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। এদিকে সারাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ১২ শতাংশ।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৫৬২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯১৯ জন, চট্টগ্রামে ৪২১, রংপুরে ৭৫, খুলনায় ৩৩, বরিশালে ২৬, রাজশাহীতে ৩৪, সিলেটে ৫১ এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা