• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনায় ওয়াশিংটনে আরও এক বাংলাদেশির মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

মহামারি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে নিজ ঘরেই চিকিৎসাধীন ছিলেন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড প্রবাসী খোদেজা বেগম (৭১)। স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে তিনি নিজ বাসায় মারা যান। এ নিয়ে ওয়াশিংটন ডিসিতে করোনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

খোদেজা বেগমসহ তার পুরো পরিবার বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসায় পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। 

বিকেলে খোদেজা বেগমের জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশের এক সময়ের জাতীয় এথলেট কুস্তীগির ফারুক আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা