• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনায় আক্রান্ত বাড়ছে, দুটি রাজ্যের সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

মেলবোর্নে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর তা ঠেকাতে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যবর্তী সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য এ সীমান্ত বন্ধ করা হবে।

ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে একদিনে ১২৭ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রশাসনিক প্রধানের যৌথ সিদ্ধান্তে এ সীমান্ত বন্ধ হচ্ছে বলে গতকাল সোমবার জানান ভিক্টোরিয়া রাজ্যের প্রশাসনিক প্রধান ড্যানিয়াল এন্ড্রুজ। তিনি বলেন, পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে এ উদ্যোগ কাজে আসবে বলেই তিনি মনে করেন।

স্থানীয় সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সীমান্ত বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে একশ বছরের মধ্যে এই প্রথম এই দুটি রাজ্যের মধ্যবর্তী সীমান্ত বন্ধ হচ্ছে। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লু মহামারির সময় কর্মকর্তারা সর্বশেষ এ দুই রাজ্যের মধ্যকার সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশপ্রধান ডেভিড ইলিয়ট বলেন, কয়েক দিন নয়, বরং সীমান্ত বন্ধের এ কার্যক্রম কয়েক সপ্তাহ পর্যন্ত জারি থাকবে। তবে জরুরি প্রয়োজনে ওই সীমান্ত পার হওয়া যাবে।

সীমান্তে বিপুল সংখ্যক বাড়তি পুলিশ মোতায়েন থাকবে বলে জানান ইলিয়ট। কেউ সরকারি নির্দেশনা ফাঁকি দিতে পারবে না।

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা