• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনাভাইরাস : সাতক্ষীরায় ৩ বিভাগের সমন্বয়ে টিম মাঠে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে আজ শনিবার (২১ মার্চ) থেকে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম মাঠে নেমেছে।হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৮টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

দেশে সব ধরনের সভা, সমাবেশ, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। জেলার পর্যটনকেন্দ্র বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসকে ইস্যু করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধে জরুরি মতবিনিময় ও পর্যালোচনা সভায় জানানো হয়, বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত টিম সার্বক্ষণিক কাজ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সভায় জানানো হয়, ১৯ মার্চ সম্প্রতি বিদেশ থেকে সাতক্ষীরায় আসা মানুষের তালিকা হাতে পাওয়া গেছে। এই তালিকা অনুযায়ী বিদেশফেরত ব্যক্তিদের শরীরে সিল মারার কাজ শুরু হয়েছে। এই সিলের মাধ্যমে তাকে অন্যদের থেকে চিহ্নিত করা সম্ভব হবে।

সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন ও সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা