• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনাভাইরাস: চিকিৎসা সরঞ্জাম ছিনিয়ে নিতে গোপন মিশনে ইসরায়েল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনাবিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছিনিয়ে ইসরায়েলে নেওয়ার গোপন অভিযানে নেমেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ।

মোসাদের কারিগরি বিভাগের প্রধান এ কথা স্বীকার করেছেন।

ইসরায়েলের চ্যানেল ১২- এর অনুসন্ধানী সংবাদ অনুষ্ঠান ‘উভদা’র কাছে এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ‘হেদ’ নামে পরিচিত মোসাদের কারিগরি বিভাগের প্রধান।

তিনি জানান, করোনা আক্রান্ত কিছু কিছু দেশ এসব সরঞ্জাম সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল এবং তা ছিনিয়ে ইসরায়েলে নিয়ে আসার গোপন অভিযান পরিচালনা করছে মোসাদ।

‘উভদা’র বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে। ‘হেদ’ আরও জানান, ইসরায়েলের জন্য কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত এক লাখ ৩০ হাজার সরঞ্জাম সংগ্রহ করতে মোসাদকে আদেশ দেওয়া হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে সুরক্ষা পোশাক বা প্রোটেকটিভ গিয়ার থেকে করোনা নির্ণয়কারী কিট, করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং ভেন্টিলেটর রয়েছে।

একে অত্যন্ত জটিল অভিযান হিসেবে তুলে ধরে ‘হেদ’ আরও জানান, তিনি অনেক অভিযান পরিচালনা করেছেন কিন্তু এমন জটিল অভিযান জীবনেও দেখেননি।

করোনা মহামারী সামাল দেওয়ার জন্য ভেন্টিলেটরের সরবরাহ সীমিত থাকায় কোনও কোনও দেশ তা হাতিয়ে নেওয়ার গোপন লড়াইয়ে নেমেছে বলে দাবি করেন তিনি।

এতে জয়ী হওয়ার জন্য ইসরায়েল তার বিশেষ সম্পর্ককে কাজে লাগানোর কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, অন্যান্য দেশ যেসব মজুদকৃত সরঞ্জাম কেনার ক্রয়াদেশ দিয়েছে তা ছিনিয়ে আনার প্রাণপণ চেষ্টা করছে মোসাদ।

অবশ্য, কোন কোন দেশে ইসরায়েল এ অভিযান চালিয়ে যাচ্ছে সে কথা ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

সূত্র: পার্সটুডে

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা